সংবাদ বিজ্ঞপ্তি
যশোরে ‘বিটিএইচ বাচ্চাগুলো অন্তত ছোটোবেলাটা পায়’ থিমে ফিল্ম ফেস্ট হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউস পাড়ায় প্রাচ্যসংঘ অডিটোরিয়ামে উৎসবটির আয়োজন করা হয়। লালদিঘির পাড়ে শিশুদের স্কুল ব্রাদার টিটোস হোম (বিটিএইচ) উৎসবটির আয়োজন করে। উৎসব শেষে এদিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উৎসবের আয়োজক সূত্র জানায়, আমাদের বাচ্চারা তাদের শৈশব হারিয়ে ফেলেছে। অথচ বাচ্চাদের শৈশব এবং শৈশব উপভোগ করা-দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকের কাছে শিশুর শৈশবের গুরুত্ব ফুটিয়ে তোলার উদ্দেশ্যে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন। সূত্রমতে, বিটিএইচ চলচ্চিত্র প্রদর্শনী ২০২৫’র জন্য বিটিএইচ অভিভাবকদের নিকট থেকে তিন মিনিটের ভিডিও আহ্বান করা হয়। মোট ভিডিও জমা হয় ১৬টি। ভিডিওগুলিতে নির্মাতারা প্রদর্শনীর থিমকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন।
ব্রাদার টিটোস হোম সূত্র জানায়, প্রথম পুরস্কার হিসেবে ৬ হাজার টাকা, ১ হাজার টাকার বই ও ক্রেস্ট দেওয়া হয়। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৪ হাজার টাকা, ১ হাজার টাকা ও ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া তৃতীয় ছিল ৩ হাজার টাকা, ১ হাজার টাকার বই ও ক্রেস্ট। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেকে একটি করে ক্রেস্ট এবং গামছা উপহার পান। পাশাপাশি একজন বিটিএইচ অভিভাবক তার নিজস্ব প্রতিষ্ঠান মোলাসেস ফুড আ্যান্ড নেচারস রেস্টুরেন্ট এর পক্ষ থেকে প্রতিজন প্রতিযোগীকে শুভেচ্ছা স্মারক হিসেবে বই দিয়েছেন।
উৎসবে প্রথম পুরস্কার পেয়েছেন বিটিএইচ নার্সারি শ্রেণির আরশান ফাইদ সিদ্দিকী এর বাবা-মা। দ্বিতীয় বিটিএইচ প্রথম ও কেজি শ্রেণির জুওয়াইরিয়া জান্নাত আয়জা এবং আহনাফ আরিজ ওমর এর বাবা-মা। তৃতীয় হয়েছেন বিটিএইচ কেজি শ্রেণির তাফসীর তাহির এর বাবা-মা।
উৎসব অনুষ্ঠানের প্রধান ছিলেন লেখক ও গবেষক বেনজিন খান। বিচারক প্যানেলে ছিলেন, সাংবাদিক সাইফুল ইসলাম সজল ও সালমান হাসান রাজিব এবং খায়রুজ্জামান সুজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিটিএইচ শিক্ষক ফাহমিদা ইসলাম এবং লামিয়া সাজুনা।