ঢাকা অফিস: ফাইল ছবি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন,চট্টগ্রামের একটি পূজামণ্ডপে ইসলামি ভাবধারার সংগীত পরিবেশন ইস্যুতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।অভিযুক্তদের জবাবদিহি করা হচ্ছে। আমাদের বুঝতে হবে কোথায় থামতে হবে৷ শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ‘চট্টগ্রামের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের জবাবদিহি করা হচ্ছে। আমাদের বুঝতে হবে কোথায় থামতে হবে৷ সীমারেখা বোঝার সংবেদনশীলতা থাকতে হবে। সেটি যারা অতিক্রম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অপরাধের কোনো দলীয় বা ধর্মীয় পরিচয় হয় না। যারা এটি করবে তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক ব্যবস্থা নেয়া হবে’, যোগ করেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিগত ১৫ বছরে দেশের সব রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে দিয়েছে। দেশের কোনো নির্দিষ্ট একটি জনগোষ্ঠী উপকৃত হবে আরেকটি হবে না এটি প্রকৃত গণতন্ত্র না, এ বিপ্লবের সুফল প্রতিটি ঘরে ঘরে যাবে, যেখানে কোনো ধর্ম-বর্ণ গোষ্ঠী থাকবে না।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশে সব নাগরিকের সমঅধিকার থাকবে, প্রকৃত নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে।