যশোরে এএসআই এর বিরুদ্ধে ইয়াবাসহ যুবক গ্রেফতার মোটা অংকের উৎকোচে মুক্তির অভিযোগ

বিশেষ প্রতিনিধি
উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শেখ জাহিদুল ইসলামের বিরুদ্ধে এক  ফার্মেসীতে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলামিন নামে এক যুবককে গ্রেফতার করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রগুলো বলেছে, বুধবার ১ মার্চ বিকেলে উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শেখ জাহিদুল ইসলাম শহরের পালবাড়ী এলাকার মুরগী বাজারের পিছনে আলামিন ফার্মেসী দোকানে অভিযান চালায়। এসময় দোকানে থাকা মালিক আলামিনকে ২০পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। আলামিন আটকের পর তাকে দ্রুত উক্ত শেখ জাহিদুল ইসলাম তার মোটর সাইকেলে তুলে থানার দিকে নিয়ে আসার এক পর্যায় পুলিশ  লাইন টালীখোলা এলাকায় আলামিনকে তার পিতার কাছে মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়। ইয়াবা ও  ট্যাপেন্টাডলসহ আলামিনকে আটক ও মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার বিষয়গুলো স্থানীয় লোকজনের মধ্যে দারুন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ব্যাপারে এএসআই শেখ জাহিদুল ইসলামের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি আলামিনকে আটক ও মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আলামিন ফার্মেসী বন্ধ থাকার কারনে তার পিতাকে ডেকে দোকান খুলে দোকানের মধ্যে থেকে নেশা জাতীয় এক পাতা ট্যাপেন্টাডল  ট্যাবলেট উদ্ধার করে। যা স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ তালিকা করে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এজাজুল হকের কাছে জব্দ  তালিকা জমা দিয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এজাজুল হকের কাছে সাংবাদিকরা আলামিন নামে এক যুবককে উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শেখ জাহিদুল ইসলাম কর্তৃক ২০পিস ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ আটকের পর ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,তার কাছে ঘটনার বিষয়টি জানা নেয়। ট্যাপেন্টাডল  ট্যাবলেট জব্দর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন তার টেবিলে একটি জব্দ তালিকা রয়েছে তা তিনি দেখেননি। অথচ ১ মার্চ বিকেলে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দর বিষয়টি এএসআই শেখ জাহিদুল ইসলাম জানালেও ইনচার্জ বিষয়টি প্রথমে জানেন না পরে জানেন বলে জানান। মাদকদ্রব্যসহ যুবক আটক ও মোটা অংকের উৎকোচে মুক্তির বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে দারুন চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।#