এআই সমস্যা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ: সিইসি

Share

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আমরা ৫৩ বছরে প্রথম পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা করেছি। অনেক ঝামেলা আসবে। যে কোনো নতুন উদ্যোগে ভুল বোঝাবুঝি হতে পারে, এখানেও তাই হয়েছে। এআই সমস্যা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, ১২২টি দেশ থেকে প্রবাসীরা ভোট দিবে। এক এক দেশের পোস্টাল নিয়ম এক এক রকম। অ্যাম্বাসেডররাও অনেক কষ্ট করছেন। পোস্টাল ব্যালট ভোটিংয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিতি পাবে। অনেক দেশ চেষ্টা করেও এটা করতে পারেনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে আগারগাঁও নির্বাচন কমিশনের অডিটরিয়ামে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সামনে উপস্থাপন করা হয় পোস্টাল ব্যালটের অগ্রগতি।

রাজনৈতিক দলগুলোর অভিযোগ ভুলবোঝাবুঝির কারণে হচ্ছে বলেও জানান সিইসি। তিনি আরও বলেন, যে কোনো নতুন কাজে অনেক বাধা বিপত্তি আসতে পারে এবং ভুল বোঝাবুঝি হয় এখানেও তাই হয়েছে। পোস্টাল ভোটিং নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে চলা পর্যালোচনা শেষে একথা বলেন তিনি।

উল্লেখ্য, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পরেই ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা। ২২, ২৩, ২৪ এবং ২৫ জানুয়ারি ভোট দিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে সেই ব্যালট।

Read more