যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন ব্যক্তি নিহত

Share

যশোর প্রতিনিধি 
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন ব্যক্তি নিহত হয়েছে। শহরতলীর খোলাডাঙ্গা সার গোডাউনের সামনে সোমবার দুপুর দেড়টার দিকে ও সদর উপজেলার দায়তলা এলাকায় সোমবার সকাল পৌনে ১১ টার দিকে এদূর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পুলেরহাট দিয়ারবাড়ী এলাকার বিল্লালের ছেলে সাজ্জাদ (১৯) ও অপর ব্যাক্তি ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা গ্রামের কুবাদআলির ছেলে মুরাদ হোসেন (৪৫) নিহত হয়েছে।
নিহত সাজ্জাদ পেশায় একজন চার খাম্বার মোড় ফুড গোডাউনের পাশে নাদিম মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী। আজ সোমবার দুপুর দেড়টার দিকে গ্যারেজ থেকে মোটরসাইকেল মেরামত শেষে মোটরসাইকেল  মালিককে মোটরসাইকেল দিতে যাওয়ার সময়
শহরতলীর খোলাডাঙ্গা সার গোডাউনের সামনে
পৌছালে পিছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক ভিকটিমকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করলে পৌনে দুই টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
অপরদিকে নিহত মুরাদ হোসেন মর্ডান ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেডের যশোর জেলার শাখার ইলেকট্রিশিয়ান। শহর থেকে বাইসাইকেল চালিয়ে নড়াইল জেলা অভিমুখী যাওয়ার সময় দায়তলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে নড়াইলগামী অজ্ঞাত নামা লোকাল বাসে পিছন থেকে মেরে দিলে দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উপস্থিত জনগণ বাসের চালক রায়হান(২৫)কে মারপিট করেন এবং পরবর্তীতে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রাইভারকে আইনগত হেফাজতে গ্রহণ করেন এবং চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে যশোর কোতোয়ালি থানা পুলিশের নিকট সোপর্দ করবেন বলে জানা যায়। বাসের চালক বাঘারপাড়া উপজেলার দিয়া পাড়া গ্রামের

মৃত ইউনুস গাজীর ছেলে।

কোতোয়ালি থানা পুলিশ ও তুলারামপুর হায়ওয়ে পুলিশ দূঘটনাদুটির সত্যতা নিশ্চিত করেছেন।

Read more