খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

Share

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জানাজা ও দাফনকে ঘিরে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এসব এলাকায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরি ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

এ সংক্রান্ত গেজেট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

Read more