আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় হিন্দুকুশ পর্বতমালায় আবারও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। মাটির গভীরে এই তীব্র কম্পনের ফলে কুন্দুজসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর আনাদোলু এজেন্সির।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কুন্দুজ শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হওয়ায় এর তীব্রতা বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এই শক্তিশালী ভূকম্পনের পর এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে অনেক স্থানে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধারকারী দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে ভূমিকম্পের প্রকোপ ভয়াবহভাবে বেড়ে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগ দেশটিতে বারবার প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত মাসে বালখ, সামাঙ্গান ও কুন্দুজসহ উত্তর আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হন।
এর আগে পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে আঘাত হানা এক প্রলয়ংকরী ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় ৪ হাজার মানুষ আহত হন। ওই দুর্যোগে কুনার প্রদেশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।
ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। বারবার আঘাত হানা এই কম্পনগুলোর ফলে দেশটির ভঙ্গুর অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবনযাত্রা চরম ঝুঁকিতে রয়েছে।