যশোর অফিস
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও যশোর ৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইন্জিনিয়ার টিএস আইয়ুবের পক্ষে নির্বাচনী সভা বিশাল জনসভায় রূপ নেয়।২৫ নভেম্বর মঙ্গবার বিকেলে শিল্প শহর নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌর বিএনপির সহ সভাপতি শাহ জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০ হাজারেও বেশি মানুষের উপস্থিতি হয়। জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী ইন্জিনিয়ার টিএস আইয়ুব। এসময় তিনি বলেন, মানুষ আজ জেগে উঠেছে। তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চায়। টিস আইয়ূব বলেন, বিএনপি গণমানুষের দল। তারা বিগত ১৬ বছরে শত নির্যাতন নিপীড়নের পরও জনগনের পাশ থেকে সরে যায়নি। সব সময় জনকল্যানে কাজ করেছে। এজন্য মানুষ আজ ধানের শীষের বিজয় দেখতে চায়। তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য উপস্থিত জনতার প্রতি আহবান জানান।
নির্বাচনী সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপির সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন লিপু, সিদ্দিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম, বিএনপি নেতা এস এম মুজিবুর রহমান, শ্রমিক দলের সাধরন সম্পাদক রফিকুল ইসলাম টুলু,অভয়নগর থানা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল, পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম পপলু, থানা যুবদলের আহবায়ক বাকীউজ্জামান রানা, সদস্য সচীব আল মামুন সোহাগ,পৌর সেচ্ছা সেবক দলের আহবায়ক আলম মোল্লা,যুবদল নেতা আতাউর রহমান।
নির্বাচনী সভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে ধানের শীষ প্রতীক ব্যানার নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা কর্মীরা জনসভায় যোগদান করে। হাইস্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় জনসভাস্থল। নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উৎসমুখর পরিবেশ ও নির্বাচনী আমেজ তৈরী হয় নওয়াপাড়ায়। জনসভাশেষে একটি বিশাল মিছিল টিএস আইয়ুবের নেতৃত্বে নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। #