রহস্য জিইয়ে রাখলেন পরীমণি

Share

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যিনি সবসময় রঙিন মুডে থাকেন। তার এবারের জন্মদিন একটু অন্যরকম ভাবে কাটিয়েছেন। এই প্রথম জন্মদিনে দেশে ছিলেন না তিনি, দিনটা মালয়েশিয়ায় উদযাপন করেছেন।

টানা ১০ দিন নানা আনন্দঘন মুহূর্ত কাটিয়ে সেখান থেকে সম্প্রতি দেশে ফিরেছেন এই নায়িকা। ভিনদেশে প্রথম জন্মদিন কাটানোর মুহূর্ত দেশে ফিরেই ভাগ করেছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

পরীমণির জন্মদিন মানেই একসময় ছিল পাঁচতারা হোটেলে ঝাঁকাল আয়োজন। সেই ঝলমলে জন্মদিনগুলো এখন যেন অতীতের গল্প। জন্মদিন পেরিয়ে গেলেও আবারও চেনা ছন্দে ফিরছেন পরী।

বুধবার (৫ নভেম্বর) রাতে কাছের মানুষদের সঙ্গে উদযাপন করবেন বলে পরীমণি জানিয়েছেন। সেইসঙ্গে আয়োজন নিয়ে রহস্যে জিইয়ে রেখেছেন আলোচিত এই নায়িকা।

মজার ছলে পরীমণি বলেন, ‘আজ আমার বিয়ে। ঠিক সন্ধ্যা সাতটায় চলে আসবে।’ এরপর একটি শব্দও খরচ করেননি তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, কাছের মানুষদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন পরীমণি। সেইসঙ্গে নতুন কাজের খবর দেবেন তিনি। তবে এ নিয়ে আপাতত কিছু বলতে নারাজ এই অভিনেত্রী।

এদিকে আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। জি-সিরিজ প্রযোজিত সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

অন্যদিকে ‘গোলাপ’ নামের নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।

Read more