প্রথমবারের মতো বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক বাংলাদেশে আসছেন। সব ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন। সম্প্রতি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এ তথ্য জানায়। তবে তার সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তৌহিদ হোসেন বলেন, জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। এরকম কিছু আমি শুনিনি। এটা আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম।
তিনি আরও বলেন, নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন। অহেতুক বিতর্ক তৈরি করবে এমন কাউকে আনতে চায় না সরকার।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ। এ নিয়ে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
এ সময় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বন্ধুরাষ্ট্রগুলোর কোনো সংশয় নেই বলেও মন্তব্য করেন তিনি।