যবিপ্রবিতে পর্দা উঠলো ‘এআই এস স্পোর্টস কার্নিভাল ২০২৫’

Share

বিশেষ প্রতিনিধি 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের আয়োজনে ও এআইএস ক্লাবের সহযোগিতায় খেলোয়াড় নিলামের মধ্য দিয়ে শুরু হয়েছে “এআইএস স্পোর্টস কার্নিভাল ২০২৫”।
রবিবার (১২ অক্টোবর) সকালে যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
চারটি দল ডেবিট ডায়নামোস, ক্রেডিট কিংস, রেভিনিউ রেঞ্জার্স ও অডিট অ্যাভেঞ্জারস খেলোয়াড় নিলামে অংশ নেয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
কার্নিভালে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, লুডু, পেনাল্টি শুটসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।#

Read more