বিশেষ প্রতিনিধি
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে শহরের গরীবশাহ মাজার ও ঢাকা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে নাসিম (৪০), হাসান শেখ (৩৬) ও শাহীন শেখ (৩৮) কে আটক করা হয়। প্রত্যেকের কাছ থেকে ৫০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাঈমুর রহমান নাঈম, সোহাইব হাসান আকন্দ ও মাকামে মাহমুদা মীম এর পরিচালিত মোবাইল কোর্টে যথাক্রমে ২১ দিন, ১০ দিন ও ২ দিনের কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করে তাদের কারাগারে পাঠানো হয়।#