যশোরে চঞ্চল গাজী হত্যাকান্ডে জড়িতদের  গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 

Share

বিশেষ প্রতিনিধি 
যশোরে চঞ্চল গাজী হত্যাকান্ডে জড়িতদের আটক ও  ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামবাসীর উদ্যোগে  ১২ অক্টোবর রোববার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন থেকে জানানো হয়, ডাকাতিয়া গ্রামের রবিউল ইসলাম, তার ছেলে মুন্না ও ভাই বেলাল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের ব্যবসায় বাধা দেয়ায় গত ৯ অক্টোবর সকালে তারা প্রতিবেশী মধু গাজীর উপর হামলা চালায়। খবর পেয়ে তার দুই ছেলে চঞ্চল ও তুহিন এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে রবিউল ও তার সহযোগীরা মধু গাজী ও তার ছেলেদের কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর চঞ্চল গাজী মারা যান। এ ঘটনায় পুলিশ রবিউল ইসলাম, তার ছেলে ও ভাইকে গ্রেফতার করে। তবে হত্যায় জড়িত সাদ্দাম পলাতক রয়েছে। মানববন্ধন থেকে অবিলম্বে ঘাতক সাদ্দামের গ্রেফতারসহ জড়িতদের ফাসির দাবি জানানো হয়।#

Read more