যশোর অফিস:
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্সে জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম বলেছেন, সন্তানদের আগে আদব শিখাতে হবে, তারপর জ্ঞান। আদব যদি ভালমত শেখানো না হয় অর্জিত জ্ঞান সঠিক কাজে লাগবে না। তিনি আরও বলেন, ভাল বাংলাদেশ গড়তে হলে ভাল মানুষ তৈরি করতে হবে। এজন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
১১ অক্টোবর শনিবার সকাল ১০টায় শহরের পিটিআই অডিটোরিয়ামে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, সন্তানদের মানুষের মত মানুষ করতে দরকার উপযুক্ত শিক্ষা। ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে আমাদের এই সন্তানরাই জীবনবাজি রেখে রক্ত দিয়ে সংগ্রাম করে দেশে বিরাট পরিবর্তন এনে দিয়েছে। পিস স্কুল প্রতিষ্ঠা কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি ভালভাবে তাদের কার্যক্রম পরিচালনা করুক। মানুষ যেন এখান থেকে উপকার পায়। কেউ কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখার আহবান জানান।
সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ যশোরের চেয়ারম্যান আবু ফয়সাল।
প্রধান আলোচক ছিলেন, বুয়েটের চিফ মেডিকেল অফিসার ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্যারেন্টিং অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আবু হেনা আবিদ জাফর, বিশেষ অতিথি ছিলেন ফাইন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস এম মফিজুর রহমান ও মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানে অভিভাবক এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। এসময় তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মো: গাউসুল আজম। সংগীত পরিবেশন করেন তরঙ্গ শিল্পী গোষ্ঠির শিল্পীরা। অনুষ্ঠানে আগত অভিভাবকরা তাদের সুখানুভ‚তি ব্যক্ত করতে গিয়ে বলেন এই ধরনের প্রতিষ্ঠান যশোরে চালু হওয়ায় আমরা খুশি। সন্তানরা তিনটি ভাষায় শিক্ষা অর্জন করতে পারবে। প্রতিষ্ঠানটির কারিকুলাম আমাদের আকৃষ্ট করেছে।