বাঘারপাড়ায় চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা পরিচয়দানকারী যুবকের বিরুদ্ধে হামলা মামলা

Share

যশোর অফিস 
যশোরের বাঘারপাড়ায় চাঁদা না দেয়ায় মুক্তার হোসেন নামে এক ইজিবাইক স্টাটারির ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা পরিচয়দানকারী তাসকিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত আটটার দিকে হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। আহত মুক্তার ও তার ভাই নুর ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, তাসকিন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। প্রতিবাদ করায় তাসকিন ও সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মুক্তারের ওপর হামলা চালায়। নুর ইসলাম বাধা দিলে তাকেও আহত করা হয়।
স্থানীয় সূত্র জানায়, তাসকিনের বিরুদ্ধে ধর্ষণ, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর যুবদলের নাম ভাঙিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন তিনি। দলীয় নেতাকর্মীরাও তার আচরণে ক্ষুব্ধ।
তবে তাসকিন পাল্টা অভিযোগ করে জানান, মুক্তারই তার কাছে চাঁদা দাবি করে এবং প্রতিষ্ঠানে হামলা চালায়।
বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read more