যশোর অফিস
যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সবুজ হোসেন (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জোহরা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত সবুজ হোসেন শার্শা উপজেলার উলশী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,তিনি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বাগআচড়া যাচ্ছিলেন। পথে হেলমেট ছাড়াই চালানোর সময় জোহরা তেল পাম্পের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে জোহরা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।