যশোর অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
রবিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক ডা. মো. হোসাইন সাফায়েত, ডাঃ মেজবাউল রহমান, ডাঃ ওহিদুজ্জামান আজাদ, ডাঃ আ হা মনিরুজ্জামান , ডাঃ শরিফুল আলম খান, ডাঃ নাজমুলসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালিত করতে হবে। একই সঙ্গে যশোর বিএনপির কর্ণধার অনিন্দ্য ইসলাম অমিতকে শক্তিশালী করার আহ্বান জানান চিকিৎসক নেতারা।