যশোর অফিস
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না তারাগঞ্জ গ্রামে ২৭ আগস্ট রাত প্রায় ৯টায় মিঠুন কুমার (২৬)কে ছুরিকাঘাত করা হয়। ঘটনাটি ঘটে তার ছোট ভাই বিপুলের সঙ্গে১০০টাকা পাওনা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারির সময়। মারামারি থামানোর চেষ্টা করায় মিঠুন কুমারকে আঘাত করা হয়।
পরিবারের সদস্যরা আহত মিঠুনকে দ্রুত যশোর সদর হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ভর্তি করান। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন এবং শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে অনুরোধ করেছেন।