ঢাকা অফিস:
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই সনদের দাবিতে অবোরধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা।
শাহবাগ মোড় অবরোধের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সকাল সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধ করেন জুলাই যোদ্ধারা। লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধা অবস্থান করছেন। পাশেই অবস্থান করছেন পুলিশ সদস্যরা।
জুলাই যোদ্ধারা জানান, জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন। জুলাই সনদ তাঁদের দাবি নয়, এটি তাঁদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, শাহবাগ মোড় হয়ে যাতায়াত করা একাধিক ব্যক্তি জানান, হঠাৎ শাহবাগ মোড় দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন তাঁরা। আগে থেকে অবরোধের কথা জানা থাকলে তাঁরা বিকল্প সড়ক ব্যবহার করতেন।
মোটরসাইকেল চালক সলিউর রহমান বলেন, ‘আমি উত্তরা থেকে এসেছি। ভেবেছিলাম শাহবাগ মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে বংশাল যাব। এখন এসে দেখি রাস্তা বন্ধ। এখন অবস্থা, মোটরসাইকেল ঘুরিয়েও যেতে পারছি না।