টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা আন্দোলন করছেন।
বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান করতে দেখা যায় ইশরাক সমর্থকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। রাতভর সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
এদিকে ইশরাককে ডিএসসিসি মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিটের ওপর আজ আদেশ দেবেন হাইকোর্ট।
বুধবার এই আদেশ দেওয়ার কথা ছিল। সে কারণেই এদিন বিকেল থেকে নেতাকর্মীরা যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদের মোড়ে অবস্থান নেন। সারা রাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সেখানেই বসে নানা স্লোগান দেন তারা।
যমুনা ও কাকরাইল মোড় এলাকার আইনশৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে রয়েছেন। হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইকোর্টের মূল গেটে পুলিশের পাহারা রয়েছে। ভেতরে রয়েছে সেনাবাহিনী ও বিজিবির অবস্থান। রয়েছে সাঁজোয়া যানসহ অন্যান্য সামরিক যান।