বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রাচ্যসংঘের বিশেষ অনুষ্ঠান

Share

প্রেস বিজ্ঞপ্তি

৯ই মে, শুক্রবার বিকেল ৫টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর শহরের সার্কিট হাউস রোডস্থ প্রাচ্যসংঘ, যশোর এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

যশোরের প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে আয়োজিত এ অনুষ্ঠানে থাকবে সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা। কবিগুরুর আবির্ভাব দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে প্রাচ্যসংঘ ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার  রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান জানিয়েছেন,আমাদের এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, কবিগুরুর ভাবনা ও চেতনার প্রতি এক গভীর শ্রদ্ধার নিদর্শন। তিনি সকল সংস্কৃতিপ্রেমীকে  এই আয়োজনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

Read more