কেশবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জন নিহত

Share

যশোরের কেশবপুরে গভীর রাতে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৮ মে) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার আলতাপোল গ্রামস্থ চুকনগর-যশোর মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কেশবপুর উপজেলার সাহাপাড়ার মৃত নিতাই সিংহের পুত্র জোহন সিংহ (৫৫), ও তারাপদ সরকারের পুত্র সুভাষ সরকার (৬৫)।তারা দুজনই সাতক্ষীরা জেলার তালা উপজেলা এলাকার এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে গিয়েছিলেন এবং সেখান একটি ভেসপা মোটরসাইকেলে (রেজিঃ নং: যশোর-হ-২১২২৪৮) করে কেশবপুরে ফিরছিলেন।ঘটনার সময় তারা তালতলা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা দ্রুত কেশবপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকারী দল তাদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫৫ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনার ঘটনা সম্পর্কে যশোরের কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Read more