যশোরে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা

Share

যশোর অফিস: যশোরে স্কুল ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে বাবা-ছেলেসহ তিনজনকে।

এরা হলো গোপালগঞ্জ মুকসেদপুর উপজেলার দক্ষিণ জলিলপাড় গ্রামের রবি বিশ্বাস (৬০) ও তার ছেলে বিদ্যুৎ বিশ্বাস (২১) এবং বনগ্রাম বাজারের মৃত সত্যরঞ্জন দাসের ছেলে মিন্টু দাস (৪০)।

এজাহারে ওই ছাত্রীর পিতা উল্লেখ করেছেন, তার মেয়ে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষাথর্ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ের সাথে পরিচয় হয়। পরে তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু তার মেয়ে রাজি না হওয়ায় তাকে অপহরণসহ নানা ক্ষতির ষড়যন্ত্র করতে থাকে। বিষয়টি তিনি জানতে পেরে তার বাবা মাকে জানান। কিন্তু তারা কোন কর্ণপাত করেনা। গত  ৩ মে বিকেল সাড়ে চারটার দিকে তার মেয়ে নীলগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টারে যায়। যাওয়ার পথে ব্রিজের কাছে পৌছালে আসামিরা তার মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। তাকে উদ্ধার করতে না পেরে তিনি থানায় মামলা করেন।

Read more