যশোর অফিস: দুর্নীতি দমন কমিশন (দুদক) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর প্রধান কার্যালয়সহ দেশের ৩৬টি অফিসে একযোগে অভিযান চলেছে। আজ (২৯ এপ্রিল) এলজিইডির বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
অভিযানের আওতায় রয়েছে ঢাকার আগারগাঁও এলজিইডি প্রধান কার্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর,যশোরের বাঘারপাড়া, খুলনার বটিয়াঘাটা, কক্সবাজারের রামু, পটুয়াখালী, রাঙামাটি কাপ্তাইসহ মোট ৩৬টি জেলা ও উপজেলা কার্যালয়।
অভিযোগ অনুযায়ী, গ্রামীণ রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের মান বজায় না রাখা এবং প্রকল্পের অর্থ আত্মসাতের মতো অনিয়মের সঙ্গে ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জড়িত।
এর আগে ১৬ এপ্রিল দেশজুড়ে ৩৫টি সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছিল দুদক, যেখানে অনেক অনিয়ম ও ঘুষের প্রমাণ মেলে।