দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে জামায়াতের বিকল্প নেই: অধ্যাপক গোলাম রসুল

Share

যশোর অফিস
“সৃষ্টি যার, আইন চলবে তার”এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া সমাজ থেকে হত্যা, ধর্ষণ, চুরি, লুটপাটসহ অন্যায়-অবিচার নির্মূল করে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী থানার উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক গোলাম রসুল আরও বলেন,“দুনীতিমুক্ত দেশ চাইলে সেই দলকেই রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে, যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। জামায়াতের দুইজন শীর্ষ নেতা মন্ত্রী থাকাকালেও তাঁদের বিরুদ্ধে বিরোধীরাও কোনো দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। কাজেই একমাত্র জামায়াতে ইসলামীই একটি পরীক্ষিত, দুনীতিমুক্ত রাজনৈতিক দল।”
‘ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিন’এই স্লোগানে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ফোরামের সভাপতি মাওলানা আবুল কাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, মণিরামপুর জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক ও পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ী ফোরামের সেক্রেটারি জাহাঙ্গীর কবির সোহেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাওসুল আযম, তারবিয়াত সম্পাদক সৈয়দ শামসুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন, মো. হাসানুজ্জামান, রাসেল সরোয়ার, মোজাম্মেল খান, রবিউল ইসলাম ও হাবিবুর রহমান হিমেল প্রমুখ।

Read more