ঢাকা টাওয়ার ডেস্ক _
সেই গত ২০২৩ সালের অক্টোবর শুরু ৭ অক্টোবর মাসে হামলার পরেই গাজ়ায় হানা দিয়েছিল ইজ়রায়েলি সেনারা প্রথমে বন্দুকের সামনে রেখে উত্তর গাজ়া ফাঁকা করানো হয়, এরই পরে স্থল অভিযানে মধ্য ভূখণ্ডও গ্রাস করেছে তারা, ঘরবাড়ি, হাসপাতাল, ধূলিসাৎ করেছে, তার পর টানা হামলা চলেছে দক্ষিণে, খান ইউনিসে।
গাজ়ায় যুদ্ধবিরতির জন্য নতুন প্রস্তাবের কথা বলে ইজ়রায়েল জনায় , মঙ্গলবার স্বাধীনতা পন্থী প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন (হামাস) বাহিনী কে ‘
ওই প্রস্তাব অনুযায়ী, হামাস যদি ১০ পণবন্দি ইজ়রায়েলিকে মুক্তি দেয়, তবে বিনিময়ে কয়েকশো প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দেবে’ তেল আভিভ
পাশাপাশি, আগামী ৪৫ দিনের জন্য গাজ়ায় হামলা বন্ধ করা হবে।
(হামাস) এর এক প্রথম সারির কমান্ডার মঙ্গলবার জানান, তাঁরা প্রস্তাবটি বিবেচনা করছেন, তাঁর দাবি, ইজ়রায়েলের শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিন মার্কিন-ইজ়রায়েলি নাগরিক ইদান আলেকজান্ডারকে ‘আমেরিকার প্রতি বিশেষ সম্মান জানিয়ে’ মুক্তি দেওয়া হবে, এর পর আরো ন’জন ইঝরায়েলি পণবন্দি দু’ধাপে মুক্তি পাবেন।
বিনিময়ে যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত (১২০) জন প্যালেস্টাইনি বন্দি এবং ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে কোনও অভিযোগ ছাড়া আটক (১১০০)শ’ এর বেশি প্যালেস্টাইনি মুক্তি পেতে পারেন।
কাতার এর মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় ১৫ই জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ইজ়রায়েল সরকার এবং হামাস বাহিনী
১৯ই জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছিল, কিন্তু মার্চের শেষের দিক চুক্তি ভেঙ্গে যুদ্ধবিরতি ভেঙে গাজ়ায় আবার হামলা শুরু করেছে ইহুদি নৃকৃষ্ট অস্থায়ী রাষ্ট ইজরায়েল ।