যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুই চোরাচালানীকে আটক 

Share

যশোর প্রতিনিধি _
যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুই চোরাচালানীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য সাড়ে চার কোটি টাকা। আজ ভোরে যশোর সদর উপজেলার মুরাদগড় বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলো যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা থেকে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে যাওয়া হচ্ছে। এরপর বিজিবির একটি টিম যশোর সদর উপজেলার মুরাদগড় বাজারের বাস স্ট্যান্ডে অবস্থান নেয় এবং আরিফুল ইসলাম ও মেহেদী হাসান নামে দুই যুবককে আটক করা হয়।
এরপর তাদের দেহ তল্লাশি করে কোমরে বাধা অবস্থায় ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন্য ৩ দশমিক ০৯৫ কেজি এবং বাজার মূল্য ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা।
তিনি আরো জানান, আটককৃতদের মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

Read more