বগুড়া প্রতিনিধি
ঢাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) ভোরে বগুড়া পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় ঢাকার আদাবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- বগুড়ার কাহালু পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) এবং তার ছেলে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি সুরুজ উদ্দিন কবিরাজ (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল ও তার ছেলে সুরুজ আত্মগোপনে ছিলেন। তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে নয়টি মামলা রয়েছে। এর মধ্যে হেলালের নামে পাঁচটি ও সুরুজের নামে চারটি মামলা। তারা ঢাকায় আদাবর এলাকায় আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বগুড়ায় স্থানান্তর করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।