ঢাকা টাওয়ার ডেস্ক : যশোরের বাঘারপাড়ায় বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন (৪৭) নামে এক গণপূর্তের অফিস সহকারী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে ” নিহত কামাল হোসেন উপজেলার রায়পুর কয়ালখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও যশোর গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
নিহত কামাল হোসেনের মামা আজিজুর রহমান জানান, আজ শুক্রবার সকালে বাড়িতেপানি উঠানোর জন্য মটরের সুইচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জোবাইদা সকাল শোয়া ১১টার দিকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি বলেন পরীক্ষা করে দেখা গেছে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। স্বজনদের হিস্ট্রি অনুযায়ী বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছেন। ময়নাতদন্ত রিপোর্টের পর তার মৃত্যুর কারণ সঠিক নির্ণয় করা যাবে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন ঘটনা আমি শুনেছি, ওখান থেকে আমার কাছে মেসেজ এসেছে, আমি রায়পুর আইসিকে তদন্ত করে দেখার জন্য মেসেজ পাঠাবো।