সেই সুলতানি মোঘল আমলের কায়দায় , রাজধানীতে ঈদ আনন্দ মিছিল

Share

ঢাকা টাওয়ার ডেস্ক  _  

পুরাতন সেই মুঘল আমল এর কায়দায় ঢাকার রাজধানীতে ‘ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ‘  আয়োজনে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই আনন্দ মিছিলে অংশ নেন অসংখ্য মানুষ, যারা একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

আজ সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে শুরু হয়। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল । সংগৃহীত সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই মিছিলের মধ্যে শুরু হয় ব্যান্ডপার্টির বাজনা, এবং বাজতে থাকে জনপ্রিয় ঈদ গান ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এতে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ঈদের আনন্দে মেতে ওঠেন।

মিছিলে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি, আর মিছিলে মোট ১৫টি ঘোড়ার গাড়ি যোগ হয়। ঘোড়ার গাড়িগুলোর শোভায় মিছিলে অংশগ্রহণকারীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল । সংগৃহীত

মিছিলে অংশ নেওয়া সালমান মাহমুদ বলেন, ‘’অনেকদিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হচ্ছে, খুবই ভালো লাগছে। আমি পুরো মিছিলজুড়েই থাকব ”

এটি ছিল ঢাকায় ঈদ উদযাপনের এক অনন্য দৃশ্য, যা সুলতানি মোঘল আমলের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিল ।।।

Read more