চুড়ামনকাটি থেকে ইজিবাইক ছিনতাই
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি।।
আজ রাত আনুমানিক ১২ টার দিকে যশোর চৌগাছা সড়কের আব্দুলপুর বাজারের আদুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা চালকে জিম্মি করে একটি ইজিবাইক নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, যশোর সদরের বাহাদুরপুর গ্রামের বসির উদ্দীলের ছেলে সুমন হোসেন শুভ শনিবার রাত সাড়ে ১১ টার দিকে একজন যাত্রী যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড থেকে আমবটতলা বাজারে আসার জন্য একটা ইজিবাইক ভাড়া করে। পথিমধ্যে আব্দুলপুর বাজারের অদুরে পৌঁছালে চালককে থামতে বলেন যাত্রী। গাড়ি থামানোর সাথে সাথেই আগে থেকে ওত পেতে থাকা ৩/৪ জন গাড়ির নিকট এসে চালককে জিম্মি করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়েই সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনা স্থলে হাজির হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ইজিবাইক উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, ইজিবাইক উদ্ধার করার জন্য আমাদের অভিযান চলছে।
সুমন হোসেন শুভ জানান, যাত্রীবেশে ছিনতাইকারী ঘটনাস্থলে পৌঁছালে তার অন্য সহকর্মীূদের সহযোগিতায় আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেছে।