যশোর প্রতিনিধি : বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ১৬ বছর বাংলাদেশর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করে সর্বমহলে গ্রহযোগ্য সরকার গঠন করতে। যার যার অবস্থান থেকে সচেষ্ট থেকে জনগণের আকাঙ্খা পূরণ করতে হবে।
শহরের একটি কনভেশন হলে শনিবার যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে সঠিক ইতিহাস চর্চা করা হয় না। বারংবার কাটাছেড়া করে ইতিহাস বিকৃত করা হয়। এ কারণে নতুন প্রজন্ম প্রকৃত সত্য জানা থেকে বঞ্চিত হয়। ২০০৬ সালের ডিসেম্বর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত সমাবেশে সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে জোর দাবি জানান যশোর মেডিকেল কলেজ স্থাপন করার। ওই দাবিতে তাৎক্ষণিক সম্মতি জানিয়ে ঢাকায় ফিরে যশোর মেডিকেল কলেজ স্থাপনের যাবতীয় অনুমোদন দেওয়াসহ প্রি-একনেক সভায় উপস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু এই ইতিহাস লুকিয়ে রাখা হয়।
তিনি বলেন, সরকার পরিবর্তনের পর ১৬ বছর পার হলেও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কাজ শুরু হয়নি। ২০২৪ এর ৫ আগস্ট সরকার পতনের পর থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের কাজ শুরু করার। আশা করা হচ্ছে অর্ন্তবর্তী সরকার এ প্রক্রিয়াটি সম্পন্ন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসনাত মো. আহসান হাবীব। সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডাক্তার এস এম নাজমুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত ও সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আক্তারুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ডাক্তার আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার এএইচএম আব্দুর রউফ, অধ্যাপক নিকুঞ্জ বিহারী গোলদার, অধ্যাপক ডাক্তার এনকে আলম, অধ্যাপক ডাক্তার রবিউল ইসলাম, ডাক্তার কাজল কান্তি দাঁ, ডাক্তার হিমাদ্রি শেখর সরকার, ডাক্তার ইলা মন্ডল ও ডাক্তার শরিফুল আলম খান।
আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহসভাপতি ডাক্তার আজম সাকলায়েন, ডাক্তার এবিএম দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আলাউদ্দীন আল মামুন, সাংগঠনিক সম্পাদক ডাক্তার নার্গিস আক্তার, কোষাধ্যক্ষ ডাক্তার তারক নাথ জয়ী, দপ্তর সম্পাদক ডাক্তার সাইদুজ্জামান, বিজ্ঞান ও গবেষণা সম্পাদক ডাক্তার এএস গাজী শরিফ উদ্দীন, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর হোসে, ডক্টর ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি ডাক্তার ওহিদুজ্জামান আজাদ, সাধারণ সম্পাদক ডাক্তার আহসান কবির বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ডাক্তার রবিউল ইসলাম তুহিন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফা অমি ফয়সাল ‘ সাধারণ সভার প্রথমার্ধে সাধারণ সম্পাদকের পক্ষে ডাক্তার শান্তনু বিশ্বাস ও কোষাধ্যক্ষ ডাক্তার মনিকা মোহন্ত বিগত কমিটির সার্বিক কার্যক্রমের প্রবিদেন পাঠ করেন।
ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন যশোর জেনারেল হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গণি খান।