মার্কিন নাগরিকত্ব মিলবে ৬০ কোটি টাকায় ঘোষনা করেছেন ” ডোনাল ট্রাম্প “

Share

ঢাকা টাওয়ার ডেক্স  :  মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন এ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘গোল্ড কার্ড’ প্রতিটি গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে ৫০ লাখ বা ৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকার বেশি । এ বিষয়ে ২৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বিশ্বে ধনাঢ্যদের আবাসস্থলে পরিণত করতে চাই আমেরিকাকে।

নিজ দেশে যারা বিশেষভাবে কৃতিত্ব প্রদর্শনে সক্ষম হয়েছেন তারা এসে মেধার বিনিয়োগ ঘটিয়ে যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধি দেবে- এমন লোকজনকেই স্বাগত জানাব ‘ট্রাম্প’ বলেন, ধনীরা এসে বসতি গড়ার পর কাঁড়ি কাঁড়ি ডলারে বিলাসি জীবনযাপন করবেন এবং আমাদের অর্থনীতিতে তার প্রভাব পড়বে ” আর এই কর্মসূচি শুরু হবে দুই সপ্তাহের মধ্যে ”

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে পাশে নিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে এই কর্মসূচি ঘোষণাকালে ট্রাম্প আরও উল্লেখ করেন, এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের দেনার পরিমাণও হ্রাস পাবে।

ট্রাম্প এই পরিকল্পনার কথা প্রকাশের সময় অবশ্য উল্লেখ করেছেন, আইনি জটিলতা এলেও তা মোকাবিলায় আমেরিকা প্রস্তুত রয়েছে।

Read more