যশোরে বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা 

Share

যশোর প্রতিনিধি 
যশোরের শার্শায় রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নারীকে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিমা খাতুন একই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। ঘটনার পরেই হত্যাকারী অপু হোসেন(৩০) ও তার পরিবারের লোকজন পালিয়েছে।
 পুলিশ ও স্থানীয়রা জানান, নিতহ রহিমা খাতুনের ছেলে মিজানুর  প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবে। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায় দু’পরিবারের মাঝে ঝগড়াঝাটি হতো। একই দুপুরবেলা রহিমা রান্নার জন্য মাঠে কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রাহিমার মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু রহিমাকে মারধোর করতে করতে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে রহিমা মাথায় আঘাত প্রাপ্ত হয় এবং জ্ঞান হারায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
 প্রতাক্ষদর্শী ফিরোজা খাতুন জানান, রাহিমা রান্না করছিলেন। গন্ডগোলের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন অপু রহিমাকে মারধোর করছ। এ সময় রহিমাকে ঠেলে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে সে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারালে তার পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পরে শুনেন রহিমা মারা গেছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন হত্যাকান্ডের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আসামি গ্রেফতার অভিযান চলমান। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Read more