ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুর চিকিৎসার সহযোগিতা কামনা করছে পরিবার 

Share

যশোর প্রতিনিধি 
যশোরের চৌগাছায় দরিদ্র ও অসহায় পিতামাতার সন্তান চার বছরের শিশু তাসলিমা খাতুন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনাচিকিৎসায় মানবেতর জীবন যাপন করছে।  এই অবস্থায় চোখের পানি সম্বল ছাড়া কিছুই করার নেই। টাকার অভাবে তাদের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা।
সন্তানের চিকিৎসার জন্য দরিদ্র পরিবারটি সরকার ও বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন।
জানাগেছে, উপজেলা পাতিবিলা গ্রামের মোঃ রাসেল ও মিনা খাতুনের সন্তান তাসলিমা খাতুন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। দুই মাস আগে হঠাৎ শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহযোগিতায় চৌগাছা হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে যশোর সরকারি ও বে-সরকারী হাসপাতালে নিলে ডাক্তার কয়েকটি পরীক্ষা দেন। পরীক্ষার ফলাফলে ডাক্তার জানিয়ে দেন শিশুটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এই খবরে দরিদ্র পরিবারে নেমে আসে চরম হতাশা। এই অবস্থায় এলাকার ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ গত সপ্তাহে খুলনা মেডিকেলে নিয়ে যান এবং সেখানে ভর্তি করেন। শিশু বিভাগের ১ নম্বর ওয়ার্ডে শিশুটি বর্তমানে ভর্তি আছে।
রাজু আহম্মেদ বলেন, শিশুটির অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি। তাই আমি নিজেই তাকে হাসপাতালে নিয়ে গিয়েছি। মেডিকেলের সিনিয়র কনসালটেন্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ জাবেদ জানিয়েছেন, তিন বছর চিকিৎসা করতে হবে। নিয়মিত কেমোথেরাপি দিলে শিশুটি সুস্থ্য হবেন বলে তিনি জানান। তবে আপাতত ১ মাস ভর্তি রাখতে হবে। অন্যান্য ওষুধ ও প্রথম কেমো দিতে খরচ হবে প্রায় ১ লাখ টাকা। তিন বছর চিকিৎসায় বিপুল পরিমান টাকা খরচ হবে। কিন্তু শিশুটির পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা আদৌ সম্ভব না।
বর্তমানে হাসপাতালের বেডে অসুস্থ্য সন্তানকে বুকে আগলে রেখে অসহায়ভাবে দিনাতিপাত করছেন শিশুটির পিতামাতা। সহায় সম্পদ বলে কিছুই নেই তাদের। দিনমজুরের কাজ করে চলে তাদের সংসার। অসুস্থ্য সন্তানের চিকিৎসার জন্য অসহায় পিতামাতা বর্তমান সরকার ও দেশের বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতা পাঠানো ঠিকানা, গ্রাম- পাতিবিলা, উপজেলা- চৌগাছা, জেলা- যশোর। যোগাযোগ-রাজু আহম্মেদ, ০১৭১২-২১৬৪২২ ও নগদ হিসাব নাম্বার-০১৮৩০ ৩৯৩৪৩৯।

Read more