বিশেষ প্রতিনিধি
ব্যাটারী চালিত রিক্সা চালানোর কথা বলে চুরি করে যশোর শহরের মণিহার মোড় এলাকায় আসার পর স্থানীয় লোকজন চুরিকৃত রিক্সাসহ ইউনুস আলী নামে এক যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। সে যশোর শহরতলী নতুন খয়েরতলা পুরাতন কসবা এলাকার আনসার আলীর ছেলে। রিক্সা চুরির ঘটনায় রিক্সার মালিক বুধবার ২৯ জানুয়ারী দুপুরে কোতয়ালি থানায় ইউনুস আলীর বিরুদ্ধে মামলা করেছেন।
ঢাকা জেলার কামরাঙ্গীরচর উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামের মৃত কালাম হাওলাদারের ছেলে আলম বাদি হয়ে মামলায় উল্লেখ করেন,তিনি ঢাকা কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারি চালিত রিক্স ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে। উক্ত ইউনুস আলী বিগত ২ বছর পূর্ব হতে প্রচলিত শর্তবলি মেনে বাদির নিকট থেকে একটি ব্যাটারী চালিত রিক্সা ভাড়া নিয়ে চালাতে থাকে। প্রতিদিনের ন্যায় গত ২৮ জানুয়ারী সকাল সাড়ে ৫ টায় বাদির গ্যারেজ হতে উক্ত চোর রিক্সা ভাড়ায় চালানোর কথা বলে বের হয়। সন্ধ্যা ৭ টা থেকে ৮টার মধ্যে গ্যারেজে রিক্সা জমা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু ইউনুস আলী সময়ের মধ্যে রিক্সা জমা না দেওয়ায় রিক্সা চালকের মোবাইল নাম্বারে বাদি ফোন দিলে মোবাইল বন্ধ পান। এর পর হতে বাদি বিভিন্ন স্থানে চুরি যাওয়া রিক্সাটি খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায় মোবাইলের মাধ্যমে জানতে পারেন যশোর শহনের মণিহার নামক স্থানে স্থানীয় লোকজন চোরাই রিক্সা সন্দেহে বাদির ব্যাটারী চালিত রিক্সাসহ রিক্সা চালক ইউনুস আলীকে আটক করে রেখেছে। সংবাদ পেয়ে বাদি যশোর মণিহার মোড়ে পৌছালে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুরিশের সহায়তা গ্রহন করে রাত ৩ টার পর মণিহার মোড়স্থ পিকআপ স্ট্যান্ডের ভেতর মালিক সমিতির অফিসের সামনে পৌছায়ে দেখতে পান স্থানীয় জনগন বাদির গ্যারেজ হতে চুরি যাওয়া ব্যাটারী চালিত রিক্সাসহ আটক করে রেখেছে। ডিবি ও কোতয়ালি পুলিশের উপস্থিতিতে বাদি তার চুরি যাওয়া রিক্সাটি সনাক্ত করেন। পরে পুরিশ রিক্সা জব্দ করেন। চোরকে হেফাজতে নিয়ে কোতয়ালি থানা হাজতে রেখে বাদি মামলা দিলে উক্ত মামলায় চোরকে বৃহস্পতিবার ৩০ জুন দুপুরে আদালতে সোপর্দ করে।#