বন্যা দুর্গতদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে খাগড়াছড়িতে পৌঁছেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা

ঢাকা টাওয়ার ডেক্স: বন্যা দুর্গতদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পৌঁছেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। ঢাকা থেকে হেলিকপ্টারে করে

সেনাবাহিনীর সহযোগিতায় সোমবার দুপুরে বেসামরিক একটি হেলিকপ্টারে করে এসব সামগ্রী নিয়ে যাওয়া হয় বলে জানান বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিব মাসুদ।

সকালে সেনাবাহিনীর দীঘিনালা জোনের সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ বোঝাই হেলিকপ্টারটি চংড়াছড়ি ক্যাম্পে অবতরণ করে। পরে ২০০ পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।

শিক্ষার্থী রকিব মাসুদ বলেন, “পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ত্রাণ নিয়ে এসেছি। দুর্গম এই জনপদে আমরা ছুটে এসেছি। আমাদের কার্যক্রম চলবে।

সেনবাহিনীর দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক জানান, বন্যার শুরু থেকেই উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীঘিনালা উপজেলায় ত্রাণ পৌঁছাতে চেয়েছিলেন।

পরে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয় বলে জানান তিনি।