আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঢাকা অফিস: ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. ইমন মিয়া মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার ভোর ৬টায় তিনি মারা যান বলে জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মির্জাপুর উপজেলার গোড়াই নামক স্থানে গুলিবিদ্ধ হন ইমন।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মরহুম মো. ইমন মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

ছাত্রদল নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শের একজন ত্যাগী ও একনিষ্ঠ কর্মী হিসেবে মো. ইমন মিয়া জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায্যতার আন্দোলনে ও দেশমাতৃকার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নিরলস ভূমিকা পালন করে গেছেন। জীবন দিয়ে ইমন দেশমাতৃকার প্রতি তার অপরিসীম ভালোবাসা প্রমাণ করে গেলেন।