যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত 

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?
যশোর প্রতিনিধি
যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণ করেছে যশোর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো। এছাড়া এ উপলক্ষে বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়েছে।
এদিকে অভিযোগ উঠেছে, বঙ্গবন্ধু ম্যুরালে আওয়ামী লীগের দেয়া ফুলের ডালি ভাংচুর করে বাইরে ফেলে দিয়েছে নির্যাতিত ছাত্র পরিষদ ব্যানারের একটি পক্ষ। এছাড়া হাইকোর্ট মোড়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে হামলা করে ভাংচুর করেছে দুর্বৃত্ত চক্র।
এদিন বেলা ১১ টার দিকে যশোর জেলা আওয়ামী লীগ, যশোর শহর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা তরুণ লীগ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বঙ্গুবন্ধুকে। এসময় আরো কয়েকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র হায়দার গণী খান পলাশ, এডভোকেট আলী রায়হান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, উপদপ্তর সম্পাদক অহেদুল ইসলাম তরফদার, মারুফ হোসেন খোকন, প্রভাষক মোয়াজ্জেম হোসেন, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ কমিটির সদস্য হাজেরা পারভীন, সাবেক ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদ হাসান মিলু, আডভোকেট সৈয়দ কবির হোসেন জনি, শহর আওয়ামী লীগ নেতা আজিজুল হক, লোকমান হোসেন, খলিলুর রহমানসহ জেলা তরুণ লীগের বিভিন্ন স্থানের নেতা কমি উপস্থিত ছিলেন।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা মজহারুল ইসলাম মন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, আফজাল হোসেন দোদুল, আব্দুস সাত্তার, আব্দুল ওহাব, আবুল কাশেম, মণিরামপুর উপজেলার সাবেক কমান্ডার ইকবাল হোসেন, ঝিকরগাছা উপজেলার সাবেক কমান্ডার গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমূখ।
এছাড়া কর্মসূচিতে অংশ নেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্মসম্পাদক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহীন, সদস্য মোহাম্মদ মুন্না, জেলা রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, যুগ্মসম্পাদক খান মোহাম্মদ ওসমান গনী, ইজিবাইক শ্রমিকলীগের সভাপতি আবু হাসান ট্যাংকু প্রমূখ।
এদিকে অভিযোগ পাওয়া গেছে, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ফুল নিবেদন করে ম্যুরাল ছেড়ে গেলে পরে নির্যাতিত ছাত্র পরিষদের ব্যানারে আসা একটি মিছিলের লোকজন ম্যুরালে উঠে ওই ফুলের ঢালি ভাংচুর করাসহ ফুলগুলো বাইরে ফেলে দেয় ।
এদিকে আওয়ামী লীগ পরিবারের আয়োজনে যশোরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে খাবার বিরতণ করা হয়। এর নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর রহমান বাবু, এসময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, শহরg আওয়ামী লীগ নেতা মুন্স সেলিম আহমেদ, আলাউদ্দিন আলা, হালিমুল হক ফরহাদ, জেলা যুবলীগের নেতা মঈন উদ্দিন মিঠু, শামীম সিকদার, শেখ জাহিদুর রহমান লাবু, আরাফাত রহমান বাসিত। যশোরের শেখহাটি এলাকায় ইউনিয়ন পরিষদ চত্তরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানে হামলা চালিয়েছে দৃর্বৃত্ত চক্র। অনুষ্ঠানে চড়াও হয়ে চেয়ার ভাংচুর করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে অনুষ্ঠান পন্ড করে দেয় দুর্বৃত্তরা।