রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী দুটি বাসে আগুন ককটেল বিস্ফোরণ

ঢাকা অফিস: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।একই সময় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাব মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে তেমন যাত্রী ছিল না। মুহূর্তে বাস দুটিতে লাগা আগুন ছড়িয়ে পড়ে। এতে দাউদাউ করে জ্বলতে থাকে বাস দুটি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে লাগা আগুনের খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ১৫ মিনিটের মধ্যে বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কেউ হতাহত হননি।

দুটি বাসই ট্রান্স সিলভা পরিবহনের। পুলিশি নিরাপত্তায় আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পুলিশ কিংবা ফায়ার সার্ভিস জানাতে পারেনি।