কেশবপুরে ভোক্তা অভিযান চালিয়ে খান’ ও শাহা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কেশবপুরে অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। বুধবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম।

ভোক্তার অভিযানিক দল সকালে কেশবপুরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক ও হাসপাতাল এলকায় অভিযান চালায়।

এ সময় খান মেডিসিন ও শাহা ফার্মেসিতে তল্লাশি করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে মামলা দিকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ক্যাবের সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।