ভারতের উত্তরপ্রদেশে শতাধিক নিহতের ঘটনায় গ্রেপ্তার হতে পারেন ভোলে বাবা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের হাতরাসে ‘সৎসঙ্গে’ পদদলিত হয়ে ১০০ জনেরও বেশি লোক মারা যাওয়ার ঘটনায় শিগগিরই গ্রেপ্তার হতে পারেন ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরি। স্বঘোষিত গডম্যান, যার আসল নাম সুরজ পাল, ফুলরাই গ্রাম থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মাইনপুরীতে তার আশ্রমে ছিলেন বলে বিশ্বাস করা হয়, যেখানে তিনি হাজার হাজার ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠানটি করেছিলেন।

অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেছেন। অন্যরা তার আশ্রমে রাম কুটির চ্যারিটেবল ট্রাস্টে রয়েছেন।

হাতরাসে একটি ফরেনসিক ইউনিট এবং একটি কুকুর দল পদদলিত স্থান পরিদর্শন করেছে। উত্তরপ্রদেশের প্রাদেশিক আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফএ) এর দলগুলোও উপস্থিত ছিল।

হাথরাসে পদদলিত হয়ে ১০০ জনেরও বেশি নারী ও সাত শিশুসহ অন্তত ১২১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, নিহত ছয়জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

নিহতদের পরিবারকে দুই লাখে রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্র এনডিটিভি।