দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু ২২ হাজার যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি: শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যুদ্ধাপরাধীদের তালিকা করার উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২০ বছর পূর্তি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড রিইউনিয়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।

আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু ২২ হাজার যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তাদের শুধু জেলখানা থেকে মুক্তই করেননি, সব মামলা প্রত্যাহার করে নেন। পরবর্তীতে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিচার ট্রাইব্যুনাল গঠন করে। সেখানে অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন পালের গোদা ছিল, তাদের প্রত্যেকের শাস্তি হয়েছে।
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. ফরহাদ হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মানিক শীল।
গ্র্যান্ড রিইউনিয়নে সিপিএস বিভাগের ৫’শ অধিক সাবেক শিক্ষার্থী অংশ নেয়।