আন্তর্জাতিক ডেস্ক: গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ‘কিরিলি’ দ্রুত গতিতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর ফলে রাজ্যের সব স্কুল বন্ধ এবং কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর আনাদোলুর।
অস্ট্রেলিয় সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, কুইন্সল্যান্ড উপকূলের কাছে আসার সাথে সাথে ক্যাটাগরি-৩ মাত্রার ঘূর্ণিঝড়ের রুপ নিয়েছে ‘কিরিলি’। এরফলে সমস্ত স্কুল বন্ধ, ফ্লাইটগুলো বাতিল এবং বাসিন্দাদের বাড়িতে থাকতে বলেছে কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ।
একটি বিবৃতিতে কুইন্সল্যান্ড সরকার বলেছে, তারা জরুরী পরিষেবাগুলোর পরামর্শের ভিত্তিতে সতর্কতা হিসাবে উত্তর কুইন্সল্যান্ড রাজ্যের বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দিয়েছে।
অস্ট্রেলিয়ান ব্যুরো অফ মেটিওরোলজিও পশ্চিম অস্ট্রেলিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করেছে।
একটি ফেসবুক পোস্টে আবহাওয়া সংস্থাটি বলেছে, দেশের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।