যশোরের নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন আহত

যশোর অফিস যশোরে নির্বাচন পরবর্তী সহিংসতায় রাশিদুল ইসলাম নামে ঈগলের এক সমর্থককে মারপিট করেছে নৌকা প্রতীকের লোকজন। গতকাল সোমবার সকালে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বটতলা বাজারে এই ঘটনা ঘটে। এই ব্যাপারে ভুক্তভোগী রাশিদুল ইসলাম তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলো, লেবুতলা গ্রামের সুমন ও তার ছেলে সাদ এবং একই গ্রামের কিতাবদ্দি মোল্যার ছেলে রেজাউল করীম রেজা।

বাদী রাশিদুল ইসলাম অভিযোগে জানিয়েছেন, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে মোহিত কুমার নাথের পক্ষে কাজ করেছেন। অভিযুক্ত আসামিরা নৌকা প্রতীকে কাজী নাবিল আহম্মেদের পক্ষে কাজ করেছেন। নির্বাচনে ঈগল প্রতীকের পরাজয় হয়। যে কারণে নৌকা প্রতীকের পক্ষে থাকা অভিযুক্ত তাকে বিভিন্ন ধরণের খুনজখমের হুমকি দিয়ে আসছিল। গতকাল ৮ জানুয়ারি সকাল ৮টার দিকে লেবুতলার বটতলা বাজারের এরশাদের দোকানে চা পান করছিলেন বাদী। এসময় অভিযুক্তরা এসে তাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালি দিতে নিষধ করায় তাদের হাতে থাকা লাঠিসোটাসহগ দেশিয় অস্ত্রপাতি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এছাড়া তার পরনে থাকা দেড় হাজার টাকা মূল্যের জ্যাকেট ও পকেটে থাকা ৭৩০ টাকা ছিনিয়ে নেয়। পরে রাশিদুলের চিৎকারে চা দোকান্দার এরশাদ আলীসহ আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (অপারেসন্স) পলাশ বিশ^াসের নেতৃত্বে একদল পুলিশ সেখানে পরিদর্শনে যায়। এই ঘটনায় রাশিদুল ইসলাম কোতোয়ালি থানায় এদিনই একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পবিত্র কুমার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। #