প্রিজাইডিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়া

যশোর প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারী রোববার সকাল থেকে ভোট গ্রহন শুরু হলে যশোর-৫ আসনের মণিরামপুর উপজেলার একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্রে খোলামেলা ভাবে ধুমপান করে দিন অতিবাহিত করেছে। প্রকাশ্যে ভোটারদের সম্মুখে ধুমপান করায় সব শ্রেনীর ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাছাড়া,তিনি প্রিজাইজিং অফিসারের দায়িত্ব পালনকালে নির্বাচন কমিশনার কর্তৃক দেওয়া ছবিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা সম্বলিত পরিচয়পত্র প্রদর্শন না করায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা,প্রার্থীদের পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের মধ্যে নানা সমালোচনা সৃষ্টি হয়েছে। এ দৃশ্য চোখে সংসদীয় আসন ৮৯ যশোর-৫ মনিরাম পুর উপজেলার ১৪ নং ভোজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে ভোটার সংখ্যা ২ হাজার ৬শ’ ৬৯জন। এর মধ্যে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাব্যে এই কেন্দ্রে ১ হাজার ৫শ’ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে প্রিজাইডিং অফিসার আবুল হাসান নিশ্চিত করেন। তিনি আরো জানান, সকাল ৮ টা থেকে ভোটার উপস্থিতি অনেক কম হলেও সময় বাড়ার সাথে সাথে ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ২ টা বেজে ২ মিনিটে এই কেন্দ্রের চারটি ভোট কক্ষে ভোট পড়েন ১ হাজার ৪শ’ ২টি বলে প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন। এই কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার নারী পুরুষেরা অভিযোগ করেন, নির্বাচন কমিশন কর্তৃক প্রিজাইডিং কর্মকর্তা  সম্বলিত পরিচয় পত্র আবুল হাসান প্রদর্শন না করে তিনি তার ব্যক্তিগত ব্যাগের মধ্যে রেখে দেন। তার নির্বাচন কশিশন কর্তৃক প্রিজাইডিং কর্মকর্তার পরিচয় পত্রের ব্যাপারে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে তিনি বলেন,নির্বাচনের জন্য প্রদত্ত পরিচয় পত্রের ক্লিপ না থাকায় তিনি তা প্রদর্শন করতে পারেনি। অপরদিকে, এই কেন্দ্রের ভোটারদের সামনে তিনি প্রকাম্যে ধুমপান করায় ভোট দিতে আসা বিভিন্ন বয়সের নারী পুরুষ হতবাক হয়ে পড়েন। তাছাড়া, এই কেন্দ্রে আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ পরিদর্শক পদ মর্যাদার আনোয়ার হোসেন কেন্দ্রের একটি কক্ষে অবস্থান নিয়ে মোবাইলে গেমস্ খেলা অতিব্যস্ত হয়ে পড়েন। যার কারনে এই কেন্দ্রে কিছুটা ভোটারদের বিড়ম্বনার শিকার হতে হয়েছে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের এজেন্টের কবলে পড়ে। এই কেন্দ্রে দায়িত্বরত পুুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে নানা সন্দেহ সৃষ্টি হয়েছেন।