আচরণবিধি ভাঙায় নৌকার দুই সমর্থককে জরিমানা যশোর-১ আসনে 

যশোর প্রতিনিধি:
যশোর-১ (শার্শা) উপজেলায় আচরণবিধি ভাঙায় নৌকার দুই সমর্থককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়নের বকুলতলা ও চালিতাবাড়িয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম অভিযান চালিয়ে এ দণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, আচরণবিধি ভাঙ করে দেওয়ালে পোস্টার লাগাছিল দুই সমর্থক। এজন্য তাদেরকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানাপ্রাপ্তরা হলেন, বাগআঁচড়া গ্রামের মৃত আব্দুল হালিম’র ছেলে শামীম (৩৯) ও কায়বা গ্রামের মৃত হামজা আলীর ছেলে মাসুদ (২৪)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারণার জন্য কোনোভাবেই দেওয়ালে পোস্টার লাগানো যাবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কঠোর ব্যবস্থা নেবে।