যশোরে ডিবি ও ফাঁড়ী পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেফতার-৫

যশোর প্রতিনিধি
চারশ’ বিশ পিস ইয়াবাসহ  এক নারীসহ পাঁচ মাদক বহনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ২৭ নভেম্বর সন্ধ্যায় শহরেরর শংকরপুর ইসাহক সড়ক বটতলা মসজিদ সংলগ্ন সদর উপজেলার হামিদপুর গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দয়াপুর গ্রামের বর্তমানে যশোর সদর থানার হামিদপুর ( মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া মৃত আমজাদ আলী মন্ডলের ছেলে ওলিয়ার রহমান,যশোর শহরের পূর্ব বারান্দীপাড়ার তরিকুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম রাজন ও বরগুনা জেলার আমতলী থানার চরকগাছি গ্রামে বর্তমানে যশোর সদর থানার হামিদপুর ( মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া) ওলিয়র রহমানের স্ত্রী ও হালিম চাকলাদারের মেয়ে মোছাঃ সুমি আক্তার,যশোর শহরের শংকরপুর এলাকার খালেকের ছেলে সাধন ও রিনার নাতনী সাগর ও চাঁচড়া মধ্যপাড়ার মৃত ভাগোর ছেলে স্বাধীন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, সোমবার ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার পর ফাঁড়ীর এক এএসআইসহ একদল পুলিশ শংকরপুর ইসাহক সড়ক বটতলা মসজিদ সংলগ্ন কাননের গলিতে সাগর এর নানা সাধনের ঘরে অভিযান চালিয়ে সাগর ও স্বাধীনকে ২০পিস ইয়াবাসহ আটক করে। অপরদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই বিপ্লব সরকারসহ একটি চৌকস টিম সোমবার ২৭ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭ টায় সদর উপজেলা হামিদপুর গ্রামের মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া ওলিয়ার রহমানের ঘরে অভিযান চালায়। এসময় উক্ত ঘরের মধ্যে থাকা ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ওলিয়ার রহমান,তার স্ত্রী মোছাঃ সুমি আক্তার,সহযোগী তাইজুল ইসলাম রাজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।