যশোরে জমিজমা সংক্রান্ত নিয়ে বিরোধে  হামলা মা মেয়ে আহতর ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি
জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা গত ২৪ অক্টোবর সকাল ৭ টায় এক বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ক্ষতিসাধন ও শ্লীলতাহানীসহ হুমকী ধামকী দেয়ার অভিযোগে এক নারীসহ ৫ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে, সদর উপজেলার কাশিমপুর কাজী পাড়া গ্রামের বদুর ছেলে আওয়াল হোসেন, একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে বদু, রব্বানীর  ছেলে রফিকুল ইসলাম, মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুর রশিদ ও বদুর  মেয়ে মোছাঃ রেখা বেগম। মামলাটি করেন যশোর সদর উপজেলার  কাশিমপুর কাজী পাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে শহিদুল ইসরাম।
এামলায় বাদি উল্লেখ করেন, আসামীরা পরসম্পদ লোভী ও আত্মসাতকারী ব্যক্তি বর্গ হচ্ছেন। আসামীদের সাথে বাদিও দীর্ঘদিন যাবত জমিজমা  নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকায় গত ২৪ অক্টোবর সকাল ৭ টায় আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে লোভের বশবর্তী হয়ে বেআইনীভাবে হাতে দা.কুড়াল,শ্যাবল.ধারালো চাপাতি নিয়ে বাদির বসতবাড়ির জমিতে অনধিকার ভাবে প্রবেশ করে একটি রেন্টি গাছ মূল্য ১০ হাজার টাকা একটি  রেন্টি গাছ,দু’টি  জাম গাছ যার আনুমানিক মূল্য ৭ হাজার টাকাসহ ২৭ হাজার টাকা ক্ষতিসাধন করে। সেই সময় বাদি ও এবং তার মেয়ে মোছাঃ সুরাইয়া বেগম ঠেকাতে আসলে বাদির মেয়ে মোছাঃ সুরাইয়া বেগম (২৫) ঠেকাতে আসলে  বদুর হুকুমে  আওয়াল হোসেন ধারালো চাপাতি দ্বারা বাদির মেয়েকে খুন করার উদ্দেশ্যে মাথায় কোপ মারলে গুরুতর রক্তাক্ত জখম করে। ওই জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সকল আসামীরা একত্রে এলোপাতাড়ীভাবে মারপিট করে আহত করে। বাদির পরনের কাপড় চোপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানী ঘটায়। রফিকুল ইসলাম, আব্দুর রশিদ ও মোছাঃ রেখা  বেগম বাদিকে এলোপাতাড়ীভাবে মারপিট করে জখম করে। রেখা বেগম বাদির মেয়ের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বাদির ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনার স্থান ত্যাগ করার সময় প্রকাশ্যে বাদি এবং বাদির মেয়েকে জীবন নাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় বাদি ও তার মেয়েকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর বাদি আদালতের স্মরনাপন্ন হলে আদালতের নির্দেশে কোতয়ালি থানায় রোববার ২৬ নভেম্বও রাতে মামলা হয়।