কাল যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

যশোর প্রতিনিধি: কাল শনিবার যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে ১৩ পদে ২৮ প্রার্থী অংশ নিয়েছেন। সভাপতি পদে রয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এম ইদ্রিস আলী ও বর্তমান সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের মুজিবুর রহমান নির্বাচন থেকে সরে এসেছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এক অংশের শাহানুর আলম শাহীন ও আরেক অংশের খালেদ হাসান জিউস। এছাড়া জাতীয়তাবাদী ঐক্য ফোরামের গোলাম মোস্তফা মন্টু। সহসভাপতি পদে প্রার্থীরা হলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ও সিরাজুল ইসলাম লেন্টু, ঐক্য ফোরামের গাজী মুহা. মাহাফুজুর রহমান ও মঞ্জুর কাদির আশিক, যুগ্ম সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের একিউএম ফিরোজ আকতার ও ঐক্য ফোরামের জুলফিকার আলী জুলু, সহকারী সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আফরোজা সুলতানা রনি ও মিজানুর রহমান(২), ঐক্য ফোরামের তাহমিদ আকাশ ও ডেজিনা ইয়াসমিন । এছাড়া ছোট সমর্থিত গ্রুপের রয়েছেন শামীম আহম্মেদ চৌধুরী। গ্রন্থাগার সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ইদ্রিস আলী (২) ও ঐক্য ফোরামের মুস্তাকিন মোস্তফা খান, কার্যকারী সদস্য পদে পরিষদের আজিজুর রহমান বাবুল, রবিউল ইসলাম (৪), মাহমুদ কবির কাকন, জান্নাতুল ফেরদৌস ও ফোরামের সেলিম রেজা, এনামুল আহসান টিটুল ও তরিকুল ইসলাম এবং ছোট সমর্থিত শাহানাজ সুলতানা রিনা, বোরহান উদ্দিন সিদ্দিকি ও শাহাজান কবির খান নির্বাচনে অংশ নিচ্ছেন।

আজ সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আটটি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সমিতির ৫৩৪ সদস্য ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচিত করবেন। নির্বাচন পরিচালনা কমিটিতে চেয়ারম্যান ইসমত হাসার, সদস্য হিসেবে শামসুর রহমান, শহিদুর রহমান, শাহরিয়ার আলম, আজিজুল ইসলাম দায়িত্বপালন করছেন